Pages

Wednesday, September 14, 2011

এ মাসেই ফেসবুকের সংগীতসেবা

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নতুন সংগীতসেবা (মিউজিক সার্ভিস) চলতি মাসেই চালু হবে বলে জানা গেছে। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক ডেভেলপার সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সেবাটি চালু করা হবে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগের সঙ্গে সংগীতের এমন মেলবন্ধনে নতুন মাত্রা যোগ হচ্ছে বলে মত ডিজিটাল মিউজিক গবেষকদের। ফেসবুক নতুন এ সেবাটি ডিজিটাল স্ট্রিমিং প্রতিষ্ঠান স্পোটিফাই, মগ এবং র‌্যাপসডির সঙ্গে যৌথভাবে চালু করবে। জনপ্রিয় ডিজিটাল মিউজিক গবেষক মার্ক মুলগানের মতে, ফেসবুক নিজেই বর্তমানে সামাজিক যোগাযোগের বড় একটি অবস্থান, যেখানে সামাজিক যোগাযোগের নানা ধরনের কনটেন্ট বিদ্যমান। এ ছাড়া তাদের বর্তমান ব্যবহারকারী প্রায় ৭৫ কোটি, আর তাই মিউজিকের এ সেবাটি যুক্ত করার ফলে অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটসহ লাস্ট ডট এফএমকে ছাড়িয়ে যেতে পারবে।
শুধু মিউজিক সেবাই নয়—এর সঙ্গে একটি যুক্ত মিউজিক প্লেয়ার যুক্ত করার কথা ভাবছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে নতুন এ সেবার বেশ কিছু বিষয়ে অভিযোগও রয়েছে। তথ্যপ্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের মতে, এ সুবিধার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী যে প্রতিষ্ঠানের মাধ্যমে গান শুনবেন, সে প্রতিষ্ঠানের লিংক নিজের ফেসবুকের পাতায় চলে আসবে। অর্থা ৎ কেউ যদি স্পোটিফাইয়ের মাধ্যমে গান শোনেন, তা হলে তা ওই ব্যবহারকারীর ফেসবুক পাতায় স্পোটিফাইয়ের লিংক চলে আসবে, যেখান থেকে যে কেউ শুনতে পারবেন। এতে করে অনেক ব্যবহারকারীই আর স্পোটিফাই থেকে গান শুনতে চাইবেন না। এ ব্যাপারে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, এ সেবাটি চালুর ক্ষেত্রে এখনো নানা ধরনের পরীক্ষা চলছে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এর বৈশিষ্ট্যগুলো যুক্ত করা হবে। যাতে করে ব্যবহারকারীরা সহজে গান শুনতে পারেন, পাশাপাশি সেবাদাতারাও লাভবান হতে পারেন।

0 কমেন্টস:

Post a Comment

আপনার মুল্যবান মতামত দিন। .