Pages

Sunday, July 01, 2012

উইন্ডোস এ Run সর্টকাট বানান খুব সহজে... ।

আসসালামু আলাইকুম,

আজ আপনাকে দেখাবো কিভাবে উইন্ডোস এ Run মেনু সর্টকাট বানানো যায়। একদম সাধারন একটা কাজ।
প্রথমে আপনার ডেস্কটপে রাইট বাটন ক্লিক করুন। তারপর New মেনু থেকে Shortcut অপশনে ক্লিক করুন। এখন আপনি যে ফাইল/ফোল্ডার Run মেনুতে এড করতে চান সেটা  সর্টকাট বানিয়ে ফেলুন।আপনি কি নাম দিচ্ছেন সেটা মনে রাখুন। 





এবার হচ্ছে প্রধান কাজ্‌, আপনি যে ডেস্কটপে সর্টকাটটি বানিয়েছেন সেটা কাট করে নিন। এরপর Run মেনুতে এসে লিখুন> %Windir% । এখন উইন্ডোস ফোল্ডারে কাট করা সর্টকাটটি পেস্ট করুন। ব্যাস শেষ...। 


এবার সব উইন্ডো ক্লোজ করে দিন। তারপর Run মেনু খুলে আপনি যে নাম দিয়ে সর্টকাট করেছিলেন সেটা লিখে এন্টার চাপ দিন।

0 কমেন্টস:

Post a Comment

আপনার মুল্যবান মতামত দিন। .