Pages

Saturday, July 07, 2012

হ্যালো প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রী বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তার দুটি মোবাইল ফোনের নম্বর এবং ই-মেইল ঠিকানা নাগরিকদের জন্য প্রকাশ করে বলেন, তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ কমিশন চাইলে বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে জানাতে। 



শেখ হাসিনা সংসদে বলেন, “আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে ছাড়া আমার আর কোনো পরিবার নেই। এর বাইরে আমার কেউ নেই।” 

মাহবুবুল হক শাকিল জানান, অধিকাংশ ফোনই এসেছে পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের জন্য তাকে অভিনন্দন জানিয়ে। অনেকে আবার শবে বরাতের রাতে ফোন করে প্রধানমন্ত্রীর দোয়া চান। 

শাকিল বলেন, “একজন ফোন করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমার বিশ্বাসই হয়নি-আপনি ফোন ধরবেন’। 

“একজন আবার ফোন করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি কী সত্যিই শেখ হাসিনা বলছেন’?’” 

এছাড়াও অনেক ই-মেইলও পেয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আছেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ। 

পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকের অর্থ প্রত্যাহারের ঘোষণা এবং এনিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়েও অনেকে প্রধানমন্ত্রীকে ফোন করে নিজেদের কথা বলেছেন। 

শাকিল বলেন, “একজন ফোন করে প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনি মাথা নিচু করেন নাই- এটাই আমাদের গর্ব। দরকার হলে আমরা নিজেরা টাকা তুলে এই সেতু করব’। 

“দেশের দক্ষিণাঞ্চল থেকে ফোন করে এক ব্যক্তি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু হবেই। যত ষড়যন্ত্র হোক না কেনো- আপনিই পদ্মা সেতুর কাজ শুরু করবেন, আপনিই শেষ করবেন’।” 

কক্সবাজারের চকরিয়া থেকে একজন ফোন করে প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুর বিষয়ে তার নীতিতে অটল থাকার অনুরোধ করেন। 

দুর্নীতির তথ্যের জন্য প্রধানমন্ত্রী তার মোবাইল ফোন নম্বর দু’টি প্রকাশ করলেও অনেকেই ফোন করেন ব্যক্তিগত এবং নিজ এলাকার সমস্যা নিয়ে। 



সেল নম্বর হল, +৮৮ ০১৭১১৫২০০০০ এবং +৮৮ ০১৮১৯২৬০৩৭১। ই-মেইল: sheikhhasina@hotmail.com. 










>>>Banglatechs Exclusive<<<

0 কমেন্টস:

Post a Comment

আপনার মুল্যবান মতামত দিন। .