Pages

Thursday, May 17, 2012

ফটোশপে সহজে এবং কম সময়ে ফেস এডিট করুন

ফটোশপে ছবি সম্পাদনা করতে যে কাজটি অত্যন্ত সূক্ষভাবে করতে হয় তা হল মানুষের মুখের ছবি। মুখের ছবিতে সাধারণত বিভিন্ন প্রকার দাগ ও ভাজ থাকে। সেগুলো এডিট করতে অনেক সময় ব্যয় করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা কিভাবে কম সময়ে মুখের ছবি সম্পাদনা করতে হয় তা জানব-
তাহলে শুরু করা যাক- প্রথমে একটি ছবি নেয়া যাক (ছবিটি ফটোশপে খুলুন)
এখন আমাদের কাজ হবে ছবি থেকে দাগ দূর করা এবং প্রয়োজনীয় কালার এডিট করা। এখন ছবির কালার/কন্ট্রাস্ট ঠিক করে নিন।  এবার Pen/Quick mask অথবা Quick Selection ও Lasso টুল দিয়ে মুখের অংশ সিলেক্ট করুন (চোখ, ঠোট, ভ্রু ও চুল বাদ দিয়ে)।


Select> Refine Edge এ গিয়ে রেডিয়াস 2 ও ফেদার এর মান 3 বসান। এবার  Ctrl+J প্রেস করে সিলেকশনটি নতুন লেয়ারে নিয়ে আসুন।


এখন Filter>Noise>Median এ ক্লিক করে রেডিয়াস পিক্সেল এর মান দিন। এটা ছবির দাগ অনুসারে কম বেশী হতে পারে (5-15)।

এখন লেয়ারের অপাসিটি কমিয়ে বাড়িয়ে ছবিটিকে বাস্তবমুখী করে তুলতে হবে। লেয়ার অপাসিটি কমিয়ে নিন (75-80) আনুন। ৭৫% রাখলে সামন্য দাগ দেখা যেতে পারে কিন্তু ছবি অনেক বাস্তব মনে হবে (এই ছবির ক্ষেত্রে) । তাই যে দাগগুলো বেশী দৃশ্যমান ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে সে দাগগুলো Patch ও Stamp টুলের সাহায্যে দূর করতে হবে (সব ছবির ক্ষেত্রে নয়)।
কাজ প্রায় শেষ ছবির চেহারা কি পুতুল পুতুল লাগছে বা বেশী মেক-আপ হয়ে গেছে? তাহলে মুখটা ধুয়ে দেই।
Filter>Noise>Add Noise এ গিয়ে উপরের লেয়ারে সামান্য নয়েজ যোগ করুন (১.৫-২)।
দেখুনতো কেমন হয়েছে-
বিভিন্ন ভেরিয়েবলের মান ছবি ভেদে ভিন্ন হবে।

0 কমেন্টস:

Post a Comment

আপনার মুল্যবান মতামত দিন। .