এক ছবির সাথে আরেক ছবির অংশ জুড়ে দিয়ে নতুন কিছু করতে চান ? কিংবা একজনের মুখের যায়গায় আরেজনের মুখ। ফটোশপে কাজটি করা যায় খুব সহজেই।
ভাল ফল পাওয়ার জন্য যে দুটি ছবিকে বদল করতে চান তাদের মধ্যে কিছু মিল থাকতে হবে। যেমন একজনের মুখের সাথে আরেকজনের মুখ বদলের সময় সঠিক কোন, চোখ-নাক-ঠোটের মাপ-দুরত্ব ইত্যাদি।
এখানে প্যাচ টুল ব্যবহার করে কাজটি করা হচ্ছে।
. যে দুটি ছবিকে এক করতে চান তাদেরকে দুটি লেয়ার আনুন।
. প্রয়োজনে ট্রান্সফরম কমান্ড ব্যবহার করে সাইজ, রোটেশন ইত্যাদি পরিবর্তণ করে দুটিকে কাছাকাছি আনুন।
. সুবিধাজনক দুরত্বে রেখে দুট লেয়ারকে একটি লেয়ারে পরিনত করুন। প্যাচ কমান্ড একাধিক লেয়ারে কাজ করে না।
. প্যাচ টুল সিলেক্ট করুন। এই টুল ফ্রিহ্যান্ড সিলেকশনের ত কাজ করে।
. যে যায়গায় পরিবর্তন করতে চান সেই যায়গাটুকু সিলেক্ট করুন।
. ড্রাগ করে যে যায়গার সাথে বদল করতে চান সেখনে নিয়ে যান। বদলকৃত ছবিসহ প্রিভিউ দেখা যাবে। সঠিক যায়গায় আসার পর মাউস বাটন ছেড়ে দিন।
দুটি অংশ এক হওয়ার সাথেসাথে কিনারাগুলি ঠিকভাবে মানিয়ে যাওয়া, প্রয়োজনে রং পরিবর্তণ এসব কাজ ফটোশপ নিজেই করে নেবে।

0 কমেন্টস:
Post a Comment
আপনার মুল্যবান মতামত দিন। .