Pages

Tuesday, August 23, 2011

আপনার Blog থেকে আয় করুন google adsense ছাড়া

আমাদের দেশে  Blog  থেকে Google adsense দিয়ে আয় করা খুব সহজ কাজ নয়।
Google adsense কর্তৃপক্ষ খুবই নিষ্ঠুর । কারনে অকারনে account band করে দেয়।
এছাড়াও  Google adsense কর্তৃপক্ষ বাংলা সাইটে এড দেয় না।
তাই আপনি চাইলে Short  করে আপনার Blog  থেকে আয় করতে পারে॥
কিভাবে করবেন :

প্রথমে এই লিংক এ যান

Join Now Button এ  click  করুন।

Learn More
 একটি Form আসবে সেটি সঠিকভাবে পূরন করুন। Join Now Click  করুন।

আপনার মেইলে একটি একটিভিশন মেইল যাবে। সেটির একটিভিশন লিংক এ Click করে একটিভ করুন।

এবার আপনার Account এ  log in  করুন।





Account এ  log in  করার পর  নিচের মত একটি  Box দেখতে পাবেন।

Download link টি এই Box এ রেখে  Shrink এ Click  করুন।  link টি Short হয়ে যাবে।




এবার আপনার Blog বা  যে কোন Forum এ কোন Download link ‌এর Short  link টি দিয়ে  নিন।
এই Short  link এ Click করে AD SKIP চাপলেই আপনার আয়।

এই আয় আপনার Royalty  এর মত কাজ করবে। আপনি শুধু একবার লিখবে আর যতবার দেখবে ততবারই আপনার আয়।

কেমন আয় হরে এবং কিভাবে উত্তোলন করবেন:

10000 টি Click করলেই আপনার আয় হবে 4 ডলার।
Alterpay  উত্তোলন করা যাবে 5 ডলার হলেই।

0 কমেন্টস:

Post a Comment

আপনার মুল্যবান মতামত দিন। .